Site icon Jamuna Television

বিস্কুটের কার্টন থেকে উদ্ধার হলো মুখে স্কচটেপ আঁটা নবজাতক

বরগুনার পাথরঘাটায় বিস্কুটের কার্টনের ভেতর থেকে মুখে স্কচটেপ আঁটা এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) পাথরঘাটার বিএফডিসি ঘাটের রাস্তার পাশের একটি দেয়ালের ওপর থেকে বিস্কুটের কার্টনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মাঝরাতে কার্টনটি দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ভেতর থেকে উদ্ধার করে স্কচটেপ দিয়ে মুখ আঁটা ওই নবজাতক শিশুটিকে। উদ্ধারের পর শিশুটিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থতা নিশ্চিতে পুলিশি হেফাজতে তাকে হাসপাতালের শিশু কেয়ারে রাখা হয়েছে তাকে।

পুলিশ জানায়, তারা শিশুটিরে পরিচয় জানার চেষ্টা করছে। পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।

Exit mobile version