Site icon Jamuna Television

নতুন কারা মহাপরিদর্শক হলেন আনিসুল হক

ছবি: সংগৃহীত

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ বিভাগের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন।

এছাড়াও কারা অধিদপ্তরের আইজি (প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

Exit mobile version