Site icon Jamuna Television

৩০ হাজার কেজির তিমি ভেসে আসলো সৈকতে, দর্শনার্থীর ভিড়

৩০ হাজার কেজি ওজনের মৃত তিমি। ছবি: সংগৃহীত।

৪০ ফুট দীর্ঘ। ওজনে ৩০ হাজার কেজি। এমন এক দানবীয় তিমি দেখে অবাক হয়ে গেছিলেন মুম্বাইয়ের সাগর পাড়ের মানুষরা। এত বড় জীব পৃথিবীতে থাকতে পারে ভাবতে পারছিলেন না অনেকে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে নিজ চোখে প্রাণীটিকে দেখতে পালঘরের সৈকতে ভিড় করছেন অনেকেই।

মহারাষ্ট্রের ভাসাই এলাকার সমুদ্র সৈকত তেমন জনপ্রিয় নয়। সেখানেই এই বিশাল তিমিটি ভেসে এসেছে, যা দেখতে রাতারাতি ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা তিমির মরদেহটি উদ্ধার করে জানিয়েছিলেন, এটি সম্ভবত আরব সাগরে গভীর সমুদ্র থেকে ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, আগস্টের মাঝামাঝি এই তিমিটির মৃত্যু হয়েছে।

তিমির মরদেহ আসায় বিপাকে পড়েছেন আশেপাশে বাসিন্দারা। মরদেহ কিছুক্ষণ সাগর পাড়ে থাকার পড়েই তা পচতে শুরু করে। যাতে তৈরি হয় ভীষণ দুর্গন্ধ। এলাকায় থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে বাসিন্দাদের।

প্রশাসনিক কর্তারা জানান, এটি আকারে এতই বড় যে অন্য কোথাও নিয়ে যাওয়ায় প্রায় অসম্ভব। সেই কারণে সৈকতেই কোথাও চাঁপা দেওয়া হবে। এরপর প্রায় ২৪ ঘণ্টার চেষ্টায় একটি ৫ ফুট গভীর, ৪০ ফুট দীর্ঘ গর্ত খোঁড়া হয়। সেখানেই সমাধি হয় তিমিটির।

Exit mobile version