Site icon Jamuna Television

অফিসের নারী সহকর্মীকে ‘সুইটি’, ‘হানি’ ডাকায় চাকরি নট

প্রতীকী ছবি।

অনেক সময় দেখা যায় কোনো নারী সহকর্মীকে কৌতুকের বশে কেউ কেউ তার আসল নামে না ডেকে ‘সুইটি’, ‘হানি’  ইত্যাদি বলে থাকেন। কিন্তু এটা যে গুরুতর অপরাধ তা মনে করিয়ে এক ব্যক্তিকে শাস্তি দিলো আদালত। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ম্যানচেস্টারে।

ম্যানচেস্টারে মাইক হার্টল নামে এক ব্যক্তি তার মহিলা সহকর্মীদের প্রায়ই ‘সুইটি’, ‘হানি’, ‘লাভ’ ইত্যাদি বলে ডাকতেন। যা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে কর্তৃপক্ষ বরাবর। সেই সব অভিযোগের ভিত্তিতেই তাকে চাকরি থেকে বরখাস্ত করে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

এরপর মাইক আদালতের দ্বারস্থ হন। কিন্তু সেখানে গিয়েও বিশেষ সুবিধা হয়নি তার। আদালত জানিয়ে দেয় সংস্থার সিদ্ধান্তই বহাল থাকবে।

বিচারপতি বলেন, সুইটি, বেব, লাভ এই শব্দগুলি নারীদের অপমান করার শামিল। এই শব্দগুলো ব্যবহার করা অপরাধ।

মাইক আদালতে জানান, তিনি শুধু নারীদেরই নয়, পুরুষ সহকর্মীদেরও মেট, প্যাল বলে ডাকেন। কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে নারীদের ওই নামে ডাকতেন না বলেও আদালতে দাবি করেছেন মাইক। তাই তাকে অন্যায়ভাবে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কিন্তু আদালত তাকে সতর্ক করে তার বরখাস্তের সিদ্ধান্তকেই বহাল রাখার নির্দেশ দিয়েছেন।

Exit mobile version