Site icon Jamuna Television

মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন কবীর সুমন

কবীর সুমন। ছবি: সংগৃহীত

অসংখ্য জনপ্রিয় গান ও গানের সুর ভক্ত শ্রোতাদের উপহার দিয়েছেন কবীর সুমন। মৃত্যুর পর নিজের দেহ দান করার অঙ্গীকার করলেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার পরেই সেই ছবি ফেসবুকে শেয়ার করেন ‘গানওয়ালা’ নিজেই।

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই শিল্পী। চিকিৎসার জন্য কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। এ বারের পূজায় মুক্তি পাচ্ছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’। দেব অধিকারী প্রযোজিত এই ছবির সুরকার কবীর সুমন।

সম্প্রতি দেব এবং ছবির রাজামশাই শাশ্বত চট্টোপাধ্যায় যৌথ ভাবে জানিয়েছেন, কবীর সুমনের সঙ্গীত পরিচালনার কথা। এই ছবির অহঙ্কার কবীর সুমন। যার সুরে বাঁধা গান শ্রোতাদের পৌঁছে দেবে রূপকথার জগতে।

Exit mobile version