Site icon Jamuna Television

পাকিস্তানের অবদানেই উন্নতি ভারতীয় ক্রিকেটের: রমিজ

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের উন্নতির পেছনে আছে পাকিস্তানের অবদান। এমনটাই দাবি করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

রমিজ বলেন, ভারতীয় কোচ রবি শাস্ত্রী পাকিস্তানের পরিকল্পনা কাজে লাগিয়ে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের যত ভালো পরিকল্পনা, তার সবগুলোই পাকিস্তানিরা তাদের ক্রিকেটে ব্যবহার করে। রবি শাস্ত্রী নিজে পাকিস্তান ক্রিকেটের ভক্ত, তাই তিনি এমনটা করছেন। রমিজদের সময়ে পাকিস্তানী দলটার কম প্রতিভা থাকলেও মাঠে তারা ১০০ শতাংশ দেয়ার জন্য প্রচুর পরিশ্রম করতো; ভারতও এখন সেই পথেই হাঁটছে।

ভারতীয় ক্রিকেট দলের সাথে নিজেদের ক্রিকেট মডেলের প্রশংসাও করেছেন রমিজ। বলেছেন, আমাদের ক্রিকেটীয় মডেলই তারা অনুসরণ করেছে। এছাড়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে দিয়েছে মনোযোগ। দক্ষতা বৃদ্ধির জন্য সম্ভাব্য সব কিছুই করেছে তারা। ৩-৪ বছরের মধ্যে ভারতের পর্যায়ে যাওয়ার জন্য স্কিলের উন্নতিসহ কঠোর পরিশ্রম করতে হবে পাকিস্তানকে।

/এম ই

Exit mobile version