Site icon Jamuna Television

বাতিল হওয়া সিরিজের বিরিয়ানি বিল ২৭ লাখ টাকা!

ছবি: সংগৃহীত

পাকিস্তানে বাতিল হয়েছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু এই বাতিল হয়ে যাওয়া সিরিজে কিউইদের জন্য ভাড়া করা সিকিউরিটি টিমের বিরিয়ানি বিল এসেছে ২৭ লাখ টাকা।

নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড দল পাকিস্তান ছাড়লেও তাদের নিরাপত্তায় নিয়োজিতদের খাদ্যের বিল এসেছে পাকিস্তান বোর্ডের কাছে। সেখানে দেখা যাচ্ছে ৫ এসপিএস ও ৫০০ এসএসপিএসের খাওয়া বিরিয়ানির বিল এটি। দিনে দুইবেলা বিরিয়ানি দেয়া হতো নিরাপত্তারক্ষীদের। আর সেই নিরাপত্তার কারণে মাঠে নামার আগেই বিদায় নেয় নিউজিল্যান্ড।

উপর্যুপরি ক্ষতির সম্মুখীন পাকিস্তান বোর্ড এখন ভাবতে পারে, কিউইরা পুরো সিরিজ শেষ করে গেলে হয়তো অর্থের পরিমাণ বেড়ে দাঁড়াতো বহুগুণ!

/এম ই

Exit mobile version