Site icon Jamuna Television

‘লিভ দা গেম’ এবারের বিশ্বকাপের থিম সং (ভিডিও)

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের সপ্তম আসরের জন্য ‘লিভ দা গেম’ নামের এই গানটি প্রকাশিত হয়েছে আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সংটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে।

https://fb.watch/8cvyN7r9Zf/

থিম সংটির ভিডিওতে দেখা যাবে ভারতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলি, ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের অ্যানিমেটেড চেহারা।

থিম সংটির কম্পোজিশনে ছিলেন ভারতের অমিত ত্রিবেদী। গানটিতে দেখানো হয়েছে, সমর্থকরা কীভাবে তাদের প্রিয় খেলোয়াড়ের সাথে উল্লাসে মেতে উঠছেন, তাদের সাক্ষাৎ পাচ্ছেন, তাদের সাথে খেলছেন। এই থিম সংটি তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী।

/এম ই

Exit mobile version