Site icon Jamuna Television

সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী সুদৃঢ় খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে ৫ দফা সুপারিশ পেশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ‘ইউএন ফুড সিস্টেমস সামিট- টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান’ আলোচনায় এসব প্রস্তাব দেন তিনি।

পূর্ব-রেকর্ডকৃত বক্তৃতায়- সবার জন্য খাদ্য নিশ্চিতে একটি বৈশ্বিক জোট এবং অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে খাদ্যের অপচয় হ্রাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, পর্যাপ্ত খাবার পাওয়া মৌলিক অধিকার, যা সব নাগরিকের কল্যাণ-স্বাস্থ্যের সাথে যুক্ত। এরসাথে বৈশ্বিক ব্যবস্থার সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনের সাথে সংযুক্ত। শেখ হাসিনা পরামর্শে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি উন্নয়নের জন্য গবেষণা, বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন।

এনএনআর/

Exit mobile version