Site icon Jamuna Television

আজ মহারাষ্ট্র বিধানসভা ঘেরাও করবেন ৫০ হাজার কৃষক

ঋণ মওকুফের দাবিতে আজ মুম্বাইয়ে মহারাষ্ট্রের বিধানসভা ঘেরাও করবেন ৫০ হাজারের বেশি কৃষক। জনসমুদ্রের পদযাত্রা ঠেকাতে, কঠোর পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্রের বিজেপি সরকার।

রাজ্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিজের বাসভবন ঘেরাও করারও পরিকল্পনা রয়েছের কৃষকদের। ৬ মার্চ থেকে মহারাষ্ট্রের নাসিক থেকে বাণিজ্যিক রাজধানী মুম্বাই’র দিকে পদযাত্রা শুরু করেন ক্ষুব্ধ কৃষকরা। ১৮০ কিলোমিটার পথ হেটে বর্তমানে তারা আজাদ ময়দানে অবস্থান নিয়েছে। সেখানেই তাদের আটকে দেয়ার পরিকল্পনা প্রশাসনের।

এরইমধ্যে, কৃষক আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে, শিবসেনা, এনপিসির মতো দলগুলো। কৃষকদের অভিযোগ, কৃষি খাতে নানা বরাদ্দের আশ্বাস দিলেও কথা রাখেনি প্রশাসন।

প্রতিকূল আবহাওয়ার গেল বছর ফসলের ক্ষতি হওয়ায় ঋণ মওকুফের দাবি তুলেছেন তারা। বলছেন, উন্নয়নের নামে কৃষি জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। ঋণের কারণে কেবল মহারাষ্ট্রেই গত আট মাসে আত্মহত্যা করেছেন ১ হাজার ৭৫৩ কৃষক।

Exit mobile version