Site icon Jamuna Television

কারাগার থেকে মুক্তির পর প্রথম সংবাদ সম্মেলনে পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। সংগৃহীত ছবি

কারাবাসের পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলবেন চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের টিম। এতে উপস্থিত থাকবেন আলোচিত এই চিত্রনায়িকা।

মাদক মামলায় ২৭ দিন কাশিমপুরে কারাগারে ছিলেন পরীমণি। জামিনে মুক্ত হয়ে এই প্রথম কোনো সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন তিনি।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। চলচ্চিত্রটির বিষয় নিয়েই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমার শুটিং এখনো বাকি রয়েছে বলে জানা গেছে। গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শুরু হয়।

Exit mobile version