Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিকগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

লক্ষ্মীপুরে অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না অভিযোগ উঠেছে। সপ্তাহের বেশিরভাগ দিনই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ থাকছে বলে জানান স্থানীয়রা। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন।

প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু করা হয় কমিউনিটি ক্লিনিক। সপ্তাহে ৬ দিন সকাল ৮ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কেন্দ্রগুলোতে সেবা দেয়ার কথা। তবে লক্ষ্মীপুরে বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকেই ঠিকমতো সেবা মিলছে না বলে অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকটি গত এক বছর ধরে বেশিরভাগ সময়ই তালাবদ্ধ থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। সদর উপজেলার শাকচর কমিউনিটি ক্লিনিকটিও বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে বলে অভিযোগ স্থানীয়দের। সেবা নিতে এসে ফিরে যেতে হয় রোগীদের। একই অবস্থা চররমনিমোহন ইউনিয়নের করাতির হাট কমিউনিটি ক্লিনিকের। সপ্তাহে দুয়েকদিন দেখা পাওয়া যায় স্বাস্থ্যকর্মীদের। জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের চিত্র কমবেশি একইরকম বলে অভিযোগ স্থানীয়দের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।

নিয়ম অনুযায়ী সেবাকেন্দ্রে সপ্তাহে ৬ দিন উপস্থিত থাকতে হবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের। অভিযোগ আছে তাদের বেশিরভাগই সেবাকেন্দ্রে নিয়মিত নন। এসব বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন।

লক্ষ্মীপুরের ৫ উপজেলায় কমিউনিটি ক্লিনিক আছে ১৭৬টি। এসব কেন্দ্রে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেয়া হয়।

Exit mobile version