Site icon Jamuna Television

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার আইস ও ইয়াবা উদ্ধার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

২২ সেপ্টেম্বর বিকাল থেকে রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।অভিযানে রমনা থেকে জাকারিয়া আহমেদ অমন। বারিধারা দূতাবাস এলাকা থেকে তারেক আহম্মেদ। কুড়িল বিশ্বরোড থেকে সাদ্দাম হোসেন ও শহীদুল ইসলাম এবং ভাটারা থেকে জসিম উদ্দিনকে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামিদের কাছ মোট ৫৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দুইটি প্রাইভেট কার উদ্ধার করা যার আনুমানিক মূল্য কোটি টাকার বেশি। ব্রিফিংয়ে জানানো হয়, মাদক চোরাচালানেরর রুটে যাওয়া সম্ভব হচ্ছে না। আবার যাদের ধরা হচ্ছে তারা গডফাদারের নামও বলছে না।

Exit mobile version