Site icon Jamuna Television

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাড়কে একাধিক গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মহাড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ এগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময়েই পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সাথেও সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, গাড়িগুলো জব্দ করা হয়েছে। লাশগুলো টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সবকিছু করা হবে। যেহেতু নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি তাই বলা যাচ্ছে না তারা চালক বা হেলপার কিনা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। লাশগুলো মর্গে রাখা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version