Site icon Jamuna Television

‘লাশ থাকুক আর না থাকুক চন্দ্রিমা উদ্যানে কোনো কবর থাকতে পারে না’

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

লাশ থাকুক আর না থাকুক চন্দ্রিমা উদ্যানে কোনো কবর থাকতে পারে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নকশা বর্হিভূতভাবে জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানে স্থাপন করা হয়েছে। চন্দ্রিমা উদ্যানে লাশ থাকুক অথবা নাই থাকুক সেখানে কোনো কবর থাকতে পারে না।

এ সময় তিনি আরও বলেন, অভিজাত এলাকার বিদ্যুৎ, পানি, গ্যাস ও হোল্ডিং ট্যাক্স অবশ্যই বৃদ্ধি করা উচিত। গুলশান ও যাত্রাবাড়ীর ট্যাক্স কখনই এক হতে পারে না।

ইউএইচ/

Exit mobile version