Site icon Jamuna Television

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ভালোবাসা জানালেন মুশফিক

মুশফিক-কিফায়াত দম্পতি। সংগৃহীত ছবি

বিবাহবার্ষিকীতে স্ত্রী জান্নাতুল কিফায়াতের প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। পোস্টটিতে স্ত্রীর প্রতি ভালোবাসাও জানান তিনি।

ইংরেজিতে লেখা পোস্টে মুশফিক বলেন, আলহামদুলিল্লাহ সুখে সাত বছর পার করলাম। হয়তো আমি নিখুঁত স্বামী নই। কিন্তু তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী এবং বেহেশত থেকে পাওয়া আত্মার বন্ধু। ইনশাআল্লাহ মানুষ হিসেবে উন্নতি করতে থাকব। আর আমি তোমার কাছ থেকে অনেক কিছুই শিখেছি প্রিয়তমা। দয়া করে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থেকো। অনেক ভালোবাসি তোমাকে।

উল্লেখ্য, জান্নাতুল কিফায়াত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রীর ছোট বোন। ২০১৩ সালে কিফায়াতের সাথে পরিচয় হয় মুশফিকের। ২০১৪ সালে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনকে শাহরোজ রহিম মায়ান নামে সন্তান রয়েছে মুশফিকের।

Exit mobile version