Site icon Jamuna Television

সিদ্ধার্থের মতো হৃদরোগে ৪০-এই মৃত্যু বলিউডের আরেক তারকার

ছবি: সংগৃহীত

ফের মৃত্যু বলিউডে। মাত্র ৪০-এই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন টেলিভিশন অভিনেতা জাগনুর আনেজা। মিশরে বেড়াতে গিয়েছিলেন জাগনুর। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

‘এমটিভি লাভ স্কুল’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জাগনুর। সেখান থেকেই ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে তার। সেই অনুষ্ঠানে প্রেমিকা মণিকার সাথে দেখা গিয়েছিল তাকে। কিন্তু পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়। শিল্পা শেট্টি, রণবিজয় সিংহের মতো তারকার সাথে ঘনিষ্ঠতা ছিল জাগনুরের। প্রয়াত অভিনেতা তাদের সাথে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন।

মিশরে গিয়েও একের পর এক সুন্দর ছবি, ভিডিও দিচ্ছিলেন জাগনুর। বিদেশ সফরের টুকরো টুকরো ঝলক তুলে ধরেছিলেন অনুরাগীদের কাছে। তার আকস্মিক মৃত্যুতে হতভম্ব তারকা মহল থেকে তার অণুরাগীরাও। ২ সেপ্টেম্বর একইভাবে চলে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তারও বয়স হয়েছিল ৪০ বছর। পরপর দুই তরুণ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

Exit mobile version