Site icon Jamuna Television

বজ্রপাতে নিহত ১৬, আহত ১৪০

এক দিন আগেই বজ্রপাতে মারা গিয়েছিলেন একজন ছাত্র। ঠিক তার পরের দিনই সংঘটিত একটি বজ্রপাতে ১৬ জনের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন প্রায় ১৪০ জন। আহতদের হাতপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফ্রিকা মহাদেশের রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরু-এর একটি গির্জায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই এলাকাটিতে বজ্রপাতসহ নানা ধরনের প্রাকৃতিক দুযোর্গ প্রায়শই ঘটে থাকে।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিয়ারুগুরু-এর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেই। আর এই কারণেই ভয়াবহ এই প্রাণহানির ঘটনাটি ঘটেছে।

বজ্রপাত প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থার অভাব স্থানীয় প্রায় সব গির্জাতেই রয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশটির কর্তৃপক্ষ বলছে, বজ্রপাত বিষয়ে জন সচেতনার অভাবও রয়েছে।

শহরটির মেয়র হাবিটেগেকো বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১৪ জনই ঘটনাস্থলে মারা গেছে। বাকি দুই জন মারা গেছেন হাসপাতালে। হাতাপাতালে চিকিৎসাধীনদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

যমুনা অনলাইন: এফএইচ

 

Exit mobile version