Site icon Jamuna Television

আমি পর্দায় নিজেকে প্রমাণ করবো: পরীমণি

সংবাদ সম্মেলনে পরীমণি

মামলা, রিমান্ড ও কারাবরণ সব ভুলে সত্যিকারের প্রীতিলতা হয়ে উঠে নিজেকে প্রমাণ করতে চান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। বিপ্লবী প্রীতিলতার আত্মাহুতি দিবসে প্রীতিলতা সিনেমা টিম আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রীতিলতা’ টিম আমার প্রতি যে বিশ্বাস রেখেছে, তাদের সেই বিশ্বাস যেন আমি রাখতে পারি। চরিত্রটির জন্য দুই বছর মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের এই জার্নির সাথে আপনারা সবাই পাশে থাকবেন বলে আমার বিশ্বাস। চরিত্রটি নিয়ে আলাদাভাবে কিছু বলতে চাই না, আপনাদের সকল প্রশ্নের উত্তর পর্দায় পাবেন।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী প্রীতিলতা ওয়েদ্দেদারকে নিয়ে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাতা রাশিদ পলাশ, চিত্রনাট্যকার গোলাম রাব্বানী ও শম্পা রেজা। প্রীতিলতা সিনেমার শুটিং চট্টগ্রামে ২৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা জানানো হয়। প্রীতিলতা সিনেমাটি আগামী নারী দিবসে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version