Site icon Jamuna Television

‘বাংলাদেশ, পাকিস্তান বলেই সম্ভব, ভারত হলে সম্ভব হতো না’

পাকিস্তানে সিরিজ বাতিল হওয়া নিয়ে কথা বললেন উসমান খাজা। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। তিনি বলেছেন বাংলাদেশ, পাকিস্তান বলে সম্ভব, ভারত হলে এই কাজ করতে পারতো না দলগুলো।

পাকিস্তানী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা বলেছেন, টাকাই কথা বলে। তাই ভারতে সিরিজ খেলার সময় কেউ আপত্তি করে না। আমি বুঝতে পারি যে, খেলোয়াড় এবং সংস্থাগুলোর জন্য পাকিস্তানকে অগ্রাহ্য করাটা সহজ, কারণ এটা পাকিস্তান। আমার মনে হয়, এমনটা ঘটতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও। কিন্তু অনুরূপ অবস্থায় ভারতকে কেউ না বলবে না।

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের ৪৮ ঘণ্টার মধ্যে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন আচরণে ক্ষুব্ধ ও হতাশ অস্ট্রেলীয় দলের ব্যাটসম্যান উসমান খাজা। পাকিস্তানি বংশোদ্ভূত উসমান বলেন, পাকিস্তানে একের পর টুর্নামেন্টই প্রমাণ করে যে, খেলার জন্য সেটা নিরাপদ জায়গা। তাই না খেলে ফেরত আসার কোনো যৌক্তিক কারণ আমি দেখতে পাচ্ছি না।

/এম ই

Exit mobile version