Site icon Jamuna Television

গোসল করেন না স্ত্রী, দু’বছরের মাথায় তালাক দিলেন স্বামী

ছবি: সংগৃহীত

রোজ গোসল করেন না স্ত্রী। আর এই নিয়ে প্রতি দিন ঝগড়া। অতিষ্ঠ হয়ে স্ত্রীকে তালাক দিলেন ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের এক ব্যক্তি। সম্পর্ক বাঁচাতে নারী সুরক্ষা সেলের তরফে অনেক চেষ্টা সত্ত্বেও কিছুতেই বোঝানো সম্ভব হচ্ছে না নাছোড় স্বামীকে। খবর আনন্দবাজার পত্রিকার।

নারী সুরক্ষা সেলের তরফে জানা গিয়েছে, বছর দু’য়েক আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাদের একটি এক বছরের শিশু সন্তানও রয়েছে। স্বামী তালাক দেয়ার পর স্ত্রী-ই প্রথম অভিযোগ জানিয়েছিলেন সেলে।

ওই দম্পতির সাথে কথা বলে বিষয়টি মেটানোর সমস্ত রকম চেষ্টা করা হয়েছিল নারী সুরক্ষা সেলের পক্ষ থেকে। সেল জানায়, স্বামীর সাথে ঘর করতে চাইছিলেন ওই নারী। কিন্তু ওই ব্যক্তিকে কোনও ভাবেই রাজি করানো যাচ্ছে না। স্ত্রী গোসল করতেন না বলে রোজ তাদের মধ্যে ঝগড়া হতো এই নিয়ে। যদিও এটা খুবই ছোট বিষয়। বিবাহবিচ্ছেদ হলে তাদের সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করছি আমরা।

Exit mobile version