Site icon Jamuna Television

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বয়কটের আহ্বান ইউনিস খানের

ইউনিস খান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বয়কট করার আহবান জানিয়েছেন সাবেক পাকিস্তান ব্যাটসম্যান ইউনিস খান । একইসাথে দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে সমঝোতা স্মারকের বিষয়টি আরও পাকাপোক্ত করতে বলেছেন ইউনিস।

পাকিস্তানের কোচিং প্যানেল থেকে বের হওয়ার পর ইউনিস বেশ কয়েকবার খোলামেলা কথা বলার কারণে আলোচিত হয়েছেন। এবার তিনি পিসিবির প্রতি আহ্বান জানালেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে বয়কট করার।

ইউনিস খান বলেন, নিউজিল্যান্ডের নিরাপত্তা সংস্থা যদি মনে করে তাদের উপর হামলার আশঙ্কা আছে, তারা সিরিজ থেকে বেরিয়ে যেতেই পারে। কিন্তু পাকিস্তানের উচিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে খেলবে কি না সেই সিদ্ধান্ত নেয়া।

/এম ই

Exit mobile version