Site icon Jamuna Television

অভিনয়ে ফিরতে চান শাবনূর

ছবি: সংগৃহীত।

ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বাংলা চলচ্চিত্রের তার অনেক সিনেমা আজও সিনেমা প্রেমিদের মনে দোলা দিয়ে যায়।  অনেকদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন তিনি। বর্তমানে ছেলে ও ভাইবোনের সাথে বসবাস করেছেন অস্ট্রেলিয়ায়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন শাবনুর।  ফেসবুকে এটাই তার প্রথম লাইভ। লাইভে তার সাথে ছিল ইনাইয়া, যাকে নিজের টিমমেট বলে পরিচয় করিয়ে দেন শাবনূর।

লাইভে শাবনূর বলেন, আমরা ব্যক্তিগতভাবে সবাই সুখে-দুখে দিন কাটাই। আমি মানুষকে বিনোদন দিতে চাই। এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের সিনেমা কেউ বানাতে চান, আমার মতো করে যদি গল্পটা বলতে চান, তাহলে আমি অবশ্যই অভিনয় করবো।

তিনি বলেন, এখন থেকে প্রতি শুক্রবার ফেসবুক লাইভে আসার চেষ্টা করবেন। এছাড়া মজার মজার ভিডিও শেয়ার করে ভক্তদের আনন্দ দেয়ার পরিকল্পনাও রয়েছে তার।

সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা যায় শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে।

Exit mobile version