Site icon Jamuna Television

কাপিল শর্মার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো ‘দ্য কাপিল শর্মা শো’ নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক। সঞ্চালক কাপিল শর্মার বিরুদ্ধে অনুষ্ঠানটিতে আদালত অবমাননার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে মধ্যপ্রেদেশের একটি জেলা আদালতে। অভিযোগ করা হয়েছে অনুষ্ঠানে আদালতের আবহ সৃষ্টি করে সেখানে মদ্যপানের দৃশ্য দেখিয়ে আদালত অবমাননা করেছেন কাপিল।

অভিযোগ করা হয়েছে, একটি পর্বে আদালতের দৃশ্যে অভিনেতাদের মদ্যপান করতে দেখা যায়। শোটিতে নারীদের নিয়ে অশ্লীল কথা বলা হয় বলেও অভিযোগ তুলেছেন অভিযোগকারী ওই আইনজীবী। তিনি বলেন, এ ধরনের ক্রিয়াকলাপ বন্ধ হওয়া উচিত।

উল্লেখ্য, বিতর্ক তৈরি হওয়া পর্বটি ২০২০ সালের ১৯ জানুয়ারি সম্প্রচারিত হয়। এরপর চলতি বছর ১৪ এপ্রিল সেই পর্বটি আবার দেখানো হয়। আগামী ১ অক্টোবর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

Exit mobile version