Site icon Jamuna Television

মেহেরপুরে শেষ হয়েছে দুই দিনব্যাপী হাডুডু টুর্নামেন্ট

মেহেরপুর সদর উপজেলার সুবিদপুরে শেষ হয়েছে দুই দিনব্যাপী হাডুডু খেলার আয়োজন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে স্বাগতিক সুবিদপুর একাদশকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

খেলায় বিজয়ী দলের পক্ষে শাকিলকে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এবং মিকাইলকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। খেলা শেষে আয়োজক কিমিটির সভাপতি বকুল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে বুধবার প্রথম ১২টি দল খেলায় অংশ নেয়। শুক্রবার শেষ দিনে বাকি চারটি দল খেলায় অংশগ্রহণ করে। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা মানুষ।

Exit mobile version