Site icon Jamuna Television

২৫ সদস্যের দল ঘোষণা করলো ব্রাজিল

ছবি: সংগৃহীত

আগামী তিন ম্যাচের জন্য ইংল্যান্ডে খেলা আটজনকে নিয়ে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। কাতার বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া ও উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।

শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেন তিতে। ইংল্যান্ডে থাকা আট খেলোয়াড় হলেন- লিভারপুলের অ্যালিসন ও ফাবিনিও, ম্যানচেস্টার সিটির গাব্রিয়েল হেসুস ও এডেরসন, টটেনহ্যাম হটস্পারের এমেরসন রয়াল, চেলসির সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড এবং লিডস ইউনাইটেডের রাফিনিয়া।

ব্রাজিল স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী, ইংল্যান্ড থেকে দেশে ফেরাদের ক্ষেত্রে থাকতে হবে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন। এই নিয়মটি ঘিরেই মাসের শুরুতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ইউএইচ/

Exit mobile version