Site icon Jamuna Television

দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

রোনাল্ড কোমান। ছবি: সংগৃহীত

আগেই লাল কার্ড দেখেছেন। আগামী দুই ম্যাচ ডাগ আউটে নিষিদ্ধ বার্সা কোচ। কাদিজের মাঠে গোলশূন্য ড্র করার ম্যাচের একদম শেষ মুহূর্তে ডাগ আউটে লাল কার্ড দেখেন রোনাল্ড কোম্যান।

লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ বাইরে থাকতে হতো কোম্যানকে। এর সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশন যোগ করেছে আরও এক ম্যাচ। চতুর্থ রেফারির সঙ্গে আক্রমণাত্মক ব্যবহারের কারণে দেয়া হয়েছে এই শাস্তি।

কাদিজের বিপক্ষে ডি ইংয়ের লাল কার্ডে এমনই ক্ষেপেছিলেন কোম্যান। শেষ দিকে বুসকেটস হলুদ কার্ড দেখলে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি। সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে দেখেন লাল কার্ড।

দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচকে পাবে না বার্সেলোনা। রোববার রাতে ঘরের মাঠে লেভান্তে এবং আগামী রোববার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন ম্যাচটি দর্শকসারিতে বসে দেখতে হবে বার্সা কোচকে।

ইউএইচ/

Exit mobile version