Site icon Jamuna Television

আফগানিস্তানে স্থিতিশীলতার একমাত্র উপায় তালেবান সরকারকে সহায়তা করা: ইমরান খান

আফগানিস্তানে স্থিতিশীলতার একমাত্র উপায় তালেবান সরকারকে সহায়তা আর জবাবদিহিতায় বাধ্য করা। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে একথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আগে থেকে রেকর্ড করা ওই ভাষণে ইমরান খান বলেন, আফগানিস্তানকে বিচ্ছিন্ন না করে আন্তর্জাতিক মহলের উচিত তালেবান সরকারের সাথে সম্পর্ক জোরদার করা। আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। নয়তো দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি হবে বলে আশঙ্কার কথা জানান পাক প্রধানমন্ত্রী।

এসময় পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে কিংবা সন্ত্রাসীদের আবাস হয়ে উঠলে কেবল প্রতিবেশীরাই নয়, অন্যরাও তার পরিণাম ভোগ করবে।

বক্তব্যে ভারতের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ইসলামভীতি আর বিদ্বেষমূলক হিন্দুত্ববাদী আদর্শ ছড়ানোর অভিযোগও তোলেন পাক প্রধানমন্ত্রী।

Exit mobile version