Site icon Jamuna Television

ইপিএল খেলতে নেপালে তামিম ইকবাল

এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে এখন নেপালে তামিম ইকবাল।

এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে নেপাল গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেখানে নিজের সেরাটা দিতে চান বলে জানিয়েছেন তামিম।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু হলেও তামিমদের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ আগামীকাল রোববার। ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সে তামিম সতীর্থ হিসেবে পাবেন শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদের মতো তারকা ক্রিকেটারদের।

জিম্বাবুয়ে সিরিজের পর হাঁটুর চোটে প্রায় ৮ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তামিম। চোট কাটিয়ে মিরপুরে অনুশীলনও করেন তিনি। মূলত ম্যাচ ফিটনেস ফিরে পেতেই রিহ্যাবের অংশ হিসেবে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলছেন তামিম।

/এসএইচ

Exit mobile version