Site icon Jamuna Television

শর্ত সাপেক্ষে নেপালে চালু হচ্ছে ভিসা অন অ্যারাইভাল সেবা

নেপালে আবারো চালু হচ্ছে ভিসা অন অ্যারাইভাল সেবা।

পর্যটকদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সেবা আবারও চালু করতে যাচ্ছে নেপাল সরকার। করোনামহামারির কারণে গত বছরের মার্চের পর থেকে পর্যটকদের জন্য এ সেবা বন্ধ করে দেশটির সরকার।

নেপালের জাতীয় দৈনিক দ্য হিমালায়ানের সূত্রে জানা গেছে, নেপাল সরকার গত বছর ছোঁয়াচে রোগ নিয়ন্ত্রণ আইন-২০২০ এর মাধ্যমে ভ্যাকসিনের উভয় ডোজ না নেয়া পর্যটকদের নেপালে প্রবেশ নিষিদ্ধ করেছিলো। তাদের মতে করোনামহামারি প্রতিরোধ করতেই টিকা না নেয়া পর্যটকদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

আইনটিতে উল্লেখ করা হয়, নেপাল ভ্রমণে আসার অন্তত ১৪ দিন আগে বাধ্যতামূলকভাবে উভয় ডোজ ভ্যাকসিন নিতে হবে, এবং এয়ারপোর্টে ভ্যাকসিন নেয়ার ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে দেখাতে হবে।

নেপাল সরকার আরও জানিয়েছে, বিমানবন্দরে টিকা নেয়ার ডকুমেন্টস যথাযথভাবে প্রদর্শন করতে পারলেই পর্যটকরা অন অ্যারাইভাল ভিসাসহ পাবেন ট্রেকিং, মাউন্টেনিয়ারিংয়ের অনুমতি।

/এসএইচ

Exit mobile version