Site icon Jamuna Television

শাহজালালে ড্রোন জব্দ

শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ অত্যাধুনিক ড্রোন জব্দ করেছে কর্তৃপক্ষ। গতকাল রাতে শুল্ক গোয়েন্দার একটি দল বিমানবন্দরে মালয়েশিয়াগামী তাইওয়ানের এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ অত্যাধুনিক ড্রোনটি জব্দ করে।

তাইওয়ানের নাগরিকের নাম চ্যাং-হসিন লি। DJI MAVIC PRO মডেলের উন্নতমানের ক্যামেরা ও সেন্সর বিশিষ্ট ড্রোনটি জব্দ করার পর ওই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

শুল্ক কর্মকর্তারা জানান, ভিডিও শুটিং এর পাশাপাশি এটিকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করা যায়। এর কোনো অপব্যবহারের ঝুঁকি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তাইওয়ানি ওই নাগরিক ঢাকা থেকে এয়ার এশিয়ার ফ্লাইট একে ৭১ যোগে মালয়েশিয়া যাচ্ছিলেন । তিনি জানান, জাতীয় সংসদ ভবনসহ বাংলাদেশের বিভিন্ন মনুমেন্টের ছবি তুলেছেন ড্রোনটি দিয়ে।

এদিকে আজ সোমবার সকালে ভিন্ন এক অভিযানে বিমানবন্দর থেকে সাড়ে ৪৭ হাজার সিগারেট জব্দ করা হয়েছে।

Exit mobile version