Site icon Jamuna Television

বেড়েছে সম্পত্তি, আরও ধনী হলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি!

ছবি: সংগৃহীত

গত বছরের তুলনায় এবছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২২ লক্ষ রুপি। গতবছর মোদির মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লক্ষ রুপি। এবছর সম্পত্তির মূল্য বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার ৮৮৫ রুপি। খবর হিন্দুস্তান টাইমসের।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত হিসেবে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ রুপি। তার হাতে নগদ রয়েছে ৩৬ হাজার ৯০০ রুপি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গান্ধীনর ব্রাঞ্চে ফিক্সড ডিপোজিটের সুদের হারের ফলে অনেকটা সম্পত্তির পরিমাণ বেড়েছে মোদির। সেই ফিক্সড ডিপোজিটেরই পরিমাণ ১ কোটি ৮৩ লক্ষ রুপি। গতবছর এর পরিমাণ ছিল ১.৬ কোটি রুপি।

এদিকে মোদির নামে কোনো ঋণ নেই। মোদির কাছে ১ লক্ষ ৪৮ হাজার ৩৩১ রুপির মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। ১ কোটি রুপি পরিমাণের একটি বসত সম্পত্তি রয়েছে তার। তবে এই সম্পত্তির মাত্র ২৫ শতাংশ মালিকানা মোদির নামে। ওই সম্পত্তিটি ৩,৫৩১ স্কয়ারফিটের। ২০০২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার দুই মাস আগে এটি তিনি কিনেছিলেন মাত্র ১.৩ লক্ষ রুপির বিনিময়ে। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কোনো সম্পত্তিতে আর বিনিয়োগ করেননি প্রধানমন্ত্রী মোদি।

Exit mobile version