Site icon Jamuna Television

জয়পুরহাটে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

জয়পুর হাটের মন্দিরে প্রতিমা ভাঙচুর।

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাল বাবু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম ও স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিরা মন্দির দু’টি পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়পুরহাট সদর উপজেলার শুকতাহার মধ্য পাড়া ও পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে কয়েকটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। মন্দির কমিটি বলছে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে তারা প্রতিমা তৈরি করছে। হঠাৎ করে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে প্রতিমাগুলোকে ভাঙচুর করেছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, এ ঘটনায় ওই গ্রামের করিম মন্ডলের ছেলে লাল বাবুকে আটক করা হয়েছে।
/এসজেড

Exit mobile version