Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, সতর্কতা জারি ভারতে

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে অতি গভীর নিম্নচাপ। এর গতিপ্রকৃতি দেখে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১২ ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সে ক্ষেত্রে এবারের ঘূর্ণিঝড়ের নাম হবে ‘গুলাব’। এ নাম পাকিস্তানের দেয়া। একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই ঝড় আছড়ে পড়বে স্থলভাগে এমনটিই জানানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, ইতোমধ্যেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতেও।

ঝড়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে নেয়া হয়েছে জোর সতর্কতামূলক ব্যবস্থা। প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গেও। এজন্য পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ১৫টি ও কলকাতার জন্য ৪টি উদ্ধারকারী দল মোতায়েন করে রেখেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর।

/এসজেড

Exit mobile version