Site icon Jamuna Television

ইসরায়েলকে এক বছরের আল্টিমেটাম ফিলিস্তিনি প্রেসিডেন্টের, দিলেন সংগ্রামের ঘোষণাও!

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়তে জাতিসংঘে দাঁড়িয়ে ইসরায়েলকে ‘এক বছর’ সময় বেধে দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্পষ্ট করে জানিয়ে দিলেন, যদি আগামী এক বছরের মধ্যে ফিলিস্তিনের ভূখণ্ড না ছাড়ে ইসরায়েল, তবে শিগগিরই আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে দেশটিকে। খবর আল জাজিরার।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেয়ার সময় এ কথা বলেন আব্বাস। তিনি জানান, এক বছরের মধ্যে যদি ইসরায়েল গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শহরের দখলদারিত্ব ত্যাগ না করে, তাহলে ফিলিস্তিন ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ইসরায়েলকে আর স্বীকৃতি দেবে না।

বিষয়টি নিয়ে আব্বাস আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে, ফিলিস্তিনের সীমানা এবং সম্মান নির্ধারিত হবে। আর সেটিই যদি না হয়, তাহলে কেনও ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েলকে স্বীকৃতি দেবে? প্রয়োজনে সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনি জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে।

Exit mobile version