Site icon Jamuna Television

পাকিস্তানের উপর নজর রাখবে কোয়াড: ভারত

ছবি: সংগৃহীত

আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের উপর সতর্ক দৃষ্টি রাখবে কোয়াডের অন্তর্ভুক্ত দেশসমূহ, জানিয়েছে ভারত। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভারত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং কোয়াডের অন্যান্য দেশসমূহও আফগানিস্তান সঙ্কটে পাকিস্তানের উপর সতর্ক দৃষ্টি রাখার ব্যাপারে একমত হয়েছে।

এর পাশাপাশি, আফগানিস্তান পাকিস্তান ইস্যু ছাড়াও সারা বিশ্বে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মুখোমুখি হন কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের রাষ্ট্রনেতা।

বৈঠকে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বৈঠকে কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদসহ বৈশ্বিক নানা সঙ্কট নিয়ে আলোচনা করেন নেতারা। এছাড়াও মুক্ত এবং উদার এশিয়া গড়ে তোলাও কোয়াডের লক্ষ্য, জানিয়েছেন কোয়াডের সদস্যরা।

নরেন্দ্র মোদি বলেন, আমাদের চার দেশীয় জোট বৈশ্বিক মঙ্গলের শক্তি হিসেবে কাজ করবে। আমরা মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি। জলবায়ু, কোভিড মোকাবিলা, বিশ্বের নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করতে পেরে ভাল লাগছে। বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কোয়াড।

/এম ই

Exit mobile version