Site icon Jamuna Television

তালেবানের প্রতিশ্রুতি রক্ষায় সম্মত হলেন বাইডেন-মোদি

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন তিনি। খবর এনডিটিভি’র।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা তালেবানের প্রতিশ্রুতি রক্ষা ও আফগান নাগরিকদের মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। 

এর মধ্যে নারী, শিশু ও নৃগোষ্ঠীর মানবাধিকারের বিষয়টির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি আফগানিস্তানের মাটি ব্যবহার করে কেউ যেন অন্য দেশে হামলা না চালাতে পারে সেই বিষয়টির ওপর তালেবানকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তারা।  

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের সাথে এই প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও আলোচনা হয়। এছাড়া উভয় দেশ আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।  

Exit mobile version