Site icon Jamuna Television

লন্ডনের পার্কে বাংলাদেশি বংশোদ্ভুত শিক্ষিকার লাশ; বিচার দাবিতে কর্মসূচি

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভুত শিক্ষিকা সাবিনা নেসা হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাবিনার নিজ শহর লন্ডনের লুইশামে আয়োজিত হয় এ কর্মসূচি। কর্মসূচিতে অংশ নেন কয়েকশ মানুষ।

এসময় নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। তারা মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে নিহতের প্রতি শ্রদ্ধা জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবিনার পরিবারের সদস্যরাও। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

নিহত সাবিনার বোন জেবিনা ইয়াসমিন ইসলাম বলেন, আমি বোনকে হারিয়েছি। আমার বাবা মা তাদের সন্তান হারালেন। মাত্র ২৮ বছরেই ওর জীবন প্রদীপ নিভে গেল। বেঁচে থাকলে সামনের মাসে তার বয়স ২৯ হত। পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটিকে চিরতরে হারিয়ে ফেললাম।

গত শনিবার লন্ডনে নিজ বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বের এক পার্কে পাওয়া যায় ২৮ বছর বয়সী সাবিনার মৃতদেহ। এর আগের রাতে এক বন্ধুর সাথে দেখা করার জন্য বের হয়েছিলেন তিনি।

এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। সিসিটিভি ফুটেজ যাচাই করে বাকি অপরাধীদের গ্রেফতারে চলছে লন্ডন পুলিশের অভিযান।

Exit mobile version