Site icon Jamuna Television

চেলসিকে প্রথম হারের স্বাদ উপহার দিলো ম্যানসিটি

গোলদাতা হেসুসকে কেন্দ্র করে বার্নাদো সিলভাদের উল্লাস। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে অন্যতম ফেভারিট চেলসিকে প্রথম হারের স্বাদ উপহার দিলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গ্যাব্রিয়েল হেসুসের একমাত্র গোলে টমাস টুখেলের চেলসিকে হারিয়ে ম্যানসিটি জানান দিলো, এবারও লিগ শিরোপার অন্যতম দাবিদার সিটিজেনরা।

গত মৌসুমের শেষ ভাগে বর্তমান প্রিমিয়ার লিগজয়ী ম্যানসিটিকে তিনবারের দেখায় প্রতিবারই পরাজিত করেছিল চেলসি। এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা বলাই বাহুল্য। তবে এবার পেপ গার্দিওলা ঠিকই প্রতিশোধ নিলেন, জিতে নিলেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নিজের ডিফ্লেকটেড শটে চেলসি গোলরক্ষক এদুয়ার্ড মেন্ডিকে পরাস্ত করেন সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল হেসুস। টমাস টুখেলেরে শিষ্যরা ম্যাচে ফিরে আসার চেষ্টা করলে সিটি গোলরক্ষক এডারসনের কোনো পরীক্ষাই নিতে পারেনি।

গোলমুখে ম্যান সিটির ৪টি শটের বিপরীতে একটি শটও নিতে পারেনি চেলসি। ভুলে যাওয়ার মতো পারফরমেন্স লুকাকু-ভের্নার-কান্তেদের। এই ম্যাচ হেরে গোল গড়ে টেবিলের তৃতীয় অবস্থানে নেমে গেছে চেলসি। ব্লুজদের মতোই ৬ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গার্দিওলার ম্যান সিটি।

/এম ই

Exit mobile version