Site icon Jamuna Television

কক্সবাজারে হোটেলে নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার ১

প্রতীকী ছবি।

কক্সবাজারে হোটেলের ভিতর এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সাগর মিজি নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। আসামি সাগর মিজি স্বীকার করেছে ১৮ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল আমারির ১০৮ নম্বর কক্ষে স্ত্রীর পরিচয়ে এক নারীকে নিয়ে উঠেন। পরে ধর্ষণ এবং নির্যাতন করে হত্যা করে তাকে।

পরদিন হোটেল কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। ছায়া তদন্ত কালে সাগরকে শনাক্ত করে গ্রেফতার করে র‍্যাব। সাগর সিরিয়াল রেপিস্ট বলে জানান কর্মকর্তারা।

Exit mobile version