Site icon Jamuna Television

টাকার কাছে ডিএনএ বিক্রি করে দিয়েছে অস্ট্রেলিয়ানরা: রমিজ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ানরা টাকার কাছে তাদের ডিএনএ বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা ।

বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। এখানে প্রতি বছরই খেলে থাকেন অনেক অস্ট্রেলিয়ান খেলোয়াড়। এই লিগে থাকে প্রচুর অর্থের ঝনঝনানি। আর এই অর্থের লোভেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এখন জাতীয় দলের চাইতে আইপিএল খেলাকে বেশি গুরুত্ব দেন বলে মনে করেন রমিজ।

তিনি বলেন, আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা মাঠে স্লেজিং এর মাধ্যমে প্রতিপক্ষকে দাবিয়ে রাখতো। কিন্তু বর্তমানে ভারতের বিপক্ষে খেলার সময় তারা আক্রমণাত্মক না হয়ে চুপ থাকে। এতে তাদের আইপিএল চুক্তির উপর প্রভাব পড়তে পারে বলে তারা ভয় পায়।

কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে আসেন রমিজ রাজা। তার দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই নিরাপত্তার কারণ দেখিয়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তানে তাদের সিরিজ বাতিল করে। এতে মারাত্মক ক্ষুদ্ধ হয়েছেন রমিজ। এতে ভারতের ষড়যন্ত্রও দেখেছেন তিনি।

Exit mobile version