Site icon Jamuna Television

আপনাদের কথা মনে পড়বে: সোনু সুদ

আয়কর দফতর হানা দিয়েছিলেন সোনু সুদের বাড়িতে। জনপ্রিয় এই অভিনেতা ও তার সহযোগীর বিরুদ্ধে ২০ কোটি টাকা আয়কর ফাঁকি দেয়ার অভিযোগে টানা চারদিন ধরে তল্লাশি চালায় সোনুর বাড়ি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনু জানান, তার বাড়িতে তল্লাশি করতে এসে আধিকারিকরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তিনি বলেন, “আমি জিজ্ঞাসা করেছিলাম, তল্লাশি চালিয়ে তাদের অভিজ্ঞতা কেমন। তারা জানায়, এখনও পর্যন্ত আমার বাড়িতেই তাদের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। এর পর সেই আধিকারিকদের সাথেও খানিক হাসিঠাট্টা চলেছে তার। বেরিয়ে যাওয়ার আগে তাদের উদ্দেশে সোনু বলেন, “আপনাদের কথা মনে পড়বে।” সোনুর কথা শুনে হেসে উঠেছিলেন আধিকারিকরাও।

সোনু জানান, তার স্বেচ্ছাসেবী সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’কোটি টাকা হায়দরাবাদের একটি হাসপাতাল তৈরির কাজে দান করেছেন তিনি। বাকি ১৭ লক্ষ টাকার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনও সংস্থা তহবিলের টাকা পাওয়ার পর, তা ব্যবহারের জন্য এক বছর সময় পায়। সেই সময়ের মধ্যে টাকা ব্যবহার না করলে সময়সীমা আরও এক বছর বাড়িয়ে নেয়া যায়।

Exit mobile version