Site icon Jamuna Television

জন্মদিনে দল নিয়ে নিজের ভাবনার কথা জানালেন নান্নু

আগামি মাসেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বাছাইপর্ব খেলে মূল পর্বে খেলতে হবে বাংলাদেশকে। গণমাধ্যমে এ নিয়ে নিজের ভাবনার কথা জানালেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নিজের জন্মদিনে (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নান্নু বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দুবাই-আবুধাবির উইকেট আইপিএলের চেয়েও স্পোর্টিং হবে বলে মনে করি। তামিম ইকবাল দলে না থাকায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ওপেনিং। তবে স্পোর্টিং উইকেটে লিটন-নাঈম-সৌম্যরা তার সেই অভাব ভুলিয়ে দেবেন।

আইপিএলে মোস্তাফিজ ম্যাচ পাচ্ছেন। সাকিব ম্যাচ না পেলেও সেটি নিয়ে চিন্তিত নন প্রধান নির্বাচক। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেই মোমেন্টাম পেয়ে যাবে দল এমন বিশ্বাসই তাঁর।

ওমানের উদ্দেশ্যে ৩ অক্টোবর দেশ ছাড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আর সেই দলের সাথেই থাকবেন নান্নু।

টি-টোয়েন্টিতে বেশ ভালো ফর্মেই আছে বাংলাদেশ দল। পরপর সিরিজ জিতেছে জিম্বাবুয়ে,অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ছন্দ ধরে রাখতে পারলে আসছে বিশ্বকাপে দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করছেন সমর্থকরাও।

Exit mobile version