Site icon Jamuna Television

বিশ্বজুড়ে প্রশংসিত ১১ বছর বয়সী মালয়েশিয়ার মরিয়ম মুজামির

ছবি: সংগৃহীত

আহমাদুল কবির, মালয়েশিয়া:

বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন ১১ বছর বয়সী স্কুলছাত্রী মালয়েশিয়ার মরিয়ম মুজামির। স্থল চিংড়ি ও সামুদ্রিক শামুকের খোল থেকে নতুন প্রাণীজ খাদ্য আবিষ্কার করেছেন তিনি।

কানাডার টরেন্টোতে সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় (আইসিএএন) অংশ নিয়েছিলেন মরিয়ম। তার এই নতুন উদ্ভাবনের নাম দেয়া হয়েছে ইয়াম ২.০। ইয়াম ২.০ উদ্ভাবনে ৭০ টিরও বেশি দেশ থেকে ৬০০ জন অংশ গ্রহণকারীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন মরিয়ম। অংশগ্রহণকারীদের মধ্যে মরিয়মই ছিলেন সর্বকনিষ্ঠ।

মরিয়ম শুধু স্বর্ণপদকই নয়, কানাডার বিশেষ পুরস্কারের পাশাপাশি ২০২১ সালের সেরা ইয়াং ইভেন্টের পুরস্কারও পেয়েছেন তিনি। এতো অল্প বয়সে ক্রাস্টেসিয়ান সেল থেকে প্রাণিসম্পদ আবিষ্কারে মার্কিন টক শো, দ্য লেট শো উইথ জেমস কর্ডেন-এ তুলে ধরার পাশাপাশি কর্ডেন তার প্রশংসাও করেছেন।

মালয়েশিয়ার কুয়ান্তান, পাহাংয়ের এসকে (পি) মেথডিস্টের ছাত্র মরিয়ম। ইয়াম ২.০ আবিষ্কারের জন্য ইতোমধ্যে স্থানীয়ভাবে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। এই অর্জনে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version