Site icon Jamuna Television

বঙ্গবন্ধু সাফারি পার্কে সাদা সিংহের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সাদা সিংহ মারা গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পার্কের আফ্রিকান কোর অংশে সিংহটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্বাভাবিকের তুলনায় এ সিংহের স্বাস্থ্য বেশি হওয়ায় হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পার্ক কর্তৃপক্ষ। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

তিনি জানান, মারা যাওয়া সিংহটি ৫-৬ বছর আগে এ পার্কেই জন্ম নেয়। পার্কে মোট ১১টি সিংহ ছিল। এর মধ্যে চারটি পুরুষ এবং সাতটি নারী সিংহ। শুক্রবার দর্শনার্থীদের জন্য পাঁচটি সিংহ বেষ্টনীতে ছাড়া হয়েছিল। বিকেলে বেষ্টনীতে খাবার দেয়ার সময় চারটি সিংহ খাবার খেতে আসে। একটি পুরুষ সাদা সিংহ খাবার খেতে না আসায় তার খোঁজ নেয়া হয়। পরে পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেন সিংহটিকে বেষ্টনীর একটি গাছের নিচে স্বাভাবিকভাবে শুয়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে সিংহটিকে মৃত অবস্থায় দেখতে পান।

ইউএইচ/

Exit mobile version