Site icon Jamuna Television

বগুড়ায় দুই স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত

বগুড়া ব্যুরো:

বগুড়া জিলা স্কুলের দুই শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। স্কুলের চলতি বছরের এক এসএসসি পরীক্ষার্থী এবং দশম শ্রেণির এক শিক্ষার্থীর করোনা পজেটিভ হয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত দুই শিক্ষার্থী উপসর্গ থাকায় ১৬ সেপ্টেম্বরের পর থেকে স্কুলে আসেনি। তারা বাসায় আইসোলেশনে রয়েছে। এই ১০ দিনে ওই দুজনের কোনো সহপাঠীর করোনা উপসর্গ দেখা দেয়নি বলেও জানিয়েছেন শিক্ষকরা।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী জানান, স্কুলের ওই দুই শিক্ষার্থী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছে বলে রোববার তারা জানতে পেরেছেন। এদের মধ্যে একজন দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি ওই শিক্ষার্থীর দাদা করোনা আক্রান্ত হয়েএ মারা যান। করোনা আক্রান্ত অপর শিক্ষার্থী এবার এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। তার পরিবার স্কুলে জানিয়েছে, সপ্তাহ খানেক ধরে উপসর্গে ভোগার পর সন্তানের নমুনা পরীক্ষা করান তারা। এরপর ফলাফলে করোনা পজেটিভ আসে।

Exit mobile version