Site icon Jamuna Television

নরসিংদীতে সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে রায়পুরাগামী একটি অটোরিকশা ও নিলক্ষাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি গাছের সাথে ধাক্কা লাগলে অটোরিকশাতে থাকা নিলক্ষার বীরগাঁও এলাকার মনির হোসেনের ছেলে রিফাত (১০) গুরুত্বর আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. শিউলি দাস শিমু জানান, অটোরিকশার গ্লাস ভেঙ্গে নিহতের শ্বাসনালী কেটে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ইউএইচ/

Exit mobile version