Site icon Jamuna Television

লেভান্তের বিরুদ্ধে খেলবে আজ ধুঁকতে থাকা বার্সেলোনা

রোনাল্ড কোম্যান। ছবি: সংগৃহীত

আজ মাঠে নামছে জায়ান্ট বার্সেলোনা। লা লিগার ম্যাচে তাদের প্রতিপক্ষ লেভান্তে। ন্যু ক্যাম্পে রাত সোয়া ৮টায় শুরু হবে ম্যাচ।

লিগে সময়টা একদমই ভালো যাচ্ছে না কাতালান ক্লাবটির। শেষ জয়ের পর পেরিয়ে গেছে তিন সপ্তাহ। সবশেষ দুই ম্যাচে গ্রানাডা ও কাদিজের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে রোনাল্ড কোম্যান শিষ্যরা। মেসি-গ্রিজম্যানদের হারিয়ে তাই ঠিক কক্ষপথে নেই দলটি। মাঠের খেলায় নেই চিরায়ত টিকিটাকার ছোঁয়া। সত্তর দশকের ইংলিশের লিগের ক্লাবগুলোর মতো ক্রসভিত্তিক প্লেয়িং স্টাইল নিয়ে সমালোচনা হচ্ছে কোচ কোম্যানের। নতুন স্ট্রাইকার লুক ডি ইয়ংকে ধারালো মনে হচ্ছে না মোটেও।

তার উপর বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথেও কোম্যানের চলছে সম্পর্কের টানাপোড়েন। গুজব আছে, যেকোনো সময় চলে যেতে পারে কোম্যানের চাকরি। বার্সা নাকি কোম্যান পরবর্তী কোচ খুঁজছে। খুঁজে পেলেই হয়তো পত্রপাঠ বিদায় হবেন বার্সা লেজেন্ড রোনাল্ড কোম্যান।

তবে বার্সা সমর্থকদের জন্য আছে একটি সুখবর। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরছেন তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। খেলবেন লিওনেল মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পরে। গেল বছরের নভেম্বরে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। লিগে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান বার্সেলোনার।

/এম ই

Exit mobile version