Site icon Jamuna Television

করোনার প্রভাবে কমেছে কৃষি ঋণ বিতরণের গতি

ফাইল ছবি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, জুলাই-আগস্ট মাসে ২ হাজার ৬৪৭ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়। এই হিসেব অনুযায়ী কৃষি ঋণ বিতরণের গতি আগের তুলনায় অনেক কমেছে।

চলতি অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ২৮ হাজার ৩৯১ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকে কৃষিঋণের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এবারও লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গত এপ্রিলে কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এ তহবিল থেকে হর্টিকালচার, ফুল, ফল, মৎস্য, পোলট্রি, ডেইরি খাতে গত ৩০ জুন পর্যন্ত ৪ হাজার ২৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদের প্রণোদনার ঋণ চালু করে বাংলাদেশ ব্যাংক। এবার ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে।

Exit mobile version