Site icon Jamuna Television

বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে মোস্তাফিজদের

ছবি: সংগৃহীত

গত শনিবার (২৫ সেপ্টেম্বর) আইপিএলের ম্যাচে দিল্লী ক্যাপিটালসের কাছে ৩৩ রানের পরাজয়ের ম্যাচে মোস্তাফিজদের রাজস্থান রয়ালস পেলো আরেক দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক সাঞ্জু স্যামসনসহ রাজস্থান রয়ালসের সব ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে।

শনিবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি রাজস্থান। এ জন্য অধিনায়ক সাঞ্জু স্যামসনের জরিমানা নির্ধারিত হয়েছে ২৪ লাখ রূপী। এছাড়া রাজস্থান রয়ালসের প্রত্যেক ক্রিকেটারকে ৬ লাখ রূপী অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।

আইপিএল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, টুর্নামেন্টটির কোড অব কন্ডাক্টের অধীনে এবারের আসরেই দ্বিতীয়বারের মতো নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে পারেনি রাজস্থান। তাই তাদের জন্য নির্ধারিত হয়েছে এই জরিমানা।

/এম ই

Exit mobile version